সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলায় বরিশাল বিএম কলেজের ছাত্রী প্রতিবন্ধী রুমাকে নির্যাতনের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেওয়া আসামি রাব্বী মোল্লাকে গ্রেফতারের আধাঘন্টার মধ্যে জামিন দেয় পিরোজপুর জজ কোর্টের দায়িত্বপ্রাপ্ত জজ মেহেদি হাসান। আজ রবিবার সকালে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম পিরোজপুর শহর থেকে আসামি রাব্বী মোল্লাকে গ্রেফতার করে জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়। তথ্যটি নিশ্চিত করেণ কাউখালী থানার ওসি।
এদিকে আসামি গ্রেফতারের সাথে সাথে জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নির্যাতনের ভুক্তভোগী বরিশাল বিএম কলেজের ছাত্রী রুমা আক্তারের পরিবার। রুমা কান্না কন্ঠে জানান, আমার বাম পায়ে সমস্যা। ডান পা দিয়ে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতাম। সেই ডান পা টাও ভেঙ্গে দিলো বখাটে রাব্বী। তার বিচার কি এটা? আমি ওর বিচার কঠিন চাই।
উল্লেখ্য, পিরোজপুরের কাউখালী উপজেলায় বরিশাল বিএম কলেজের ছাত্রী রুমাকে নির্যাতনের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পায় ভেঙ্গে দেয় স্থানীয় রাব্বী মোল্লা। এ ঘটনায় স্থানীয় মহিলা কলেজ রোডের রাকিব মোল্লার ছেলে রাব্বী মোল্লাকে আসামি করে গত ৩১ মার্চ কাউখালী থানায় ৩৪১,৩২৩,৩২৫ ও ৩৫৪ দারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার সকালে ঐ ছাত্রী টিউশনি শেষে বাসায় ফেরার পথে বখাটে রাব্বী মোল্লা পিছন থেকে ছাত্রীর ওড়না টেনে ধরে। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে রাব্বী লাঠি দিয়ে পায়ে আঘাত করলে ডান পা ভেঙে যায়। পরে আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
Leave a Reply