রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নতুন কমিটি গঠনের পর উজ্জীবিত বরিশাল জেলা ও মহানগর বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজনে ছিলো সেই উজ্জীবনের ছাপ। তবে এ অনুষ্ঠানে ছিলেন না বরিশাল বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারিখ্যাত দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। তাকে ছাড়াই এবার বড় ধরনের শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার মনের লোক ছিলেন বলেই সেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখতে পেরেছিলেন এবং জিয়াউর রহমান একক রাজনীতি বন্ধ করে দিয়ে সকলকে এদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনী ব্যবহার করে রাজপথ, ঘর-বাড়ি ঘিরে রাখাসহ ১৩ বছর ক্ষমতা দখল করে বাংলার মানুষের কণ্ঠরোধ করে রেখেছে।
এ সময় তিনি বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, কোন ব্যক্তির জন্য দল নয়। এ দল শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে রাজপথে কাজ করতে চাই।
শিরিন তার বক্তব্যের মাধ্যমে নতুন কমিটিকে স্মরণ করে দিয়ে বলেন- এই চেয়ার দুইদিনের আজ আমি কাল আরেকজন আসবে সৃষ্টি করতে হবে নতুন নেতৃত্ব। আগামীদিনে কোন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ছবি ছাড়া ব্যক্তি বিশেষের ছবি ব্যানারে ব্যবহার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
নব নিযুক্ত বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ ও জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি, বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আমরা ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রতিবছরই আমাদের দলীয় কার্যালয়ের সামনে করে থাকি। এবার পুলিশ এখানে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসক্লাবে আলোচনা সভার অনুমতি দিলেও রাস্তায় স্লোগান-মিছিল না করার শর্ত বেঁধে দেয়।
আলোচনা সভা শেষে বিএনপি নেতৃবৃন্দ বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সহধর্মীনির জানাজা নামাজে অংশ নিতে শাহমুদিয়া মাদরাসা মাঠে জমায়েত হন।
Leave a Reply