বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে অবস্থিত ৫১ পীঠের অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান ‘তারা’ মায়ের মন্দিরে চুরির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা।
এ ঘটনায় দায়েরকৃত মামলা সিআইডির কাছে হস্তান্তর করে প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবি জানানো হয়েছে। এছাড়া আগামী সোমবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হবে। আগামী শুক্রবার ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনকে প্রকৃত ঘটনা উদঘাটন করার আল্টিমেটাম দেওয়া হয়। এর মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে অবস্থিত ৫১ পীঠের অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান ‘তারা’ মায়ের মন্দির থেকে গত ৩১ জানুয়ারি রাতে ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। চোরেরা মুখোশ পরা থাকায় পুলিশ তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের মানুষ।
Leave a Reply