শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নৌ-পুলিশের অভিযানে ৬৭৬ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক হয়েছেন। আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে নৌ বন্দরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতর নাম মোঃ পনু। তিনি ঝালকাঠি পৌর শহরের ৯ নং ওযার্ড সিটি পার্ক হৃদরোড এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানিয়েছেন, আমাদের কাছে তথ্য আসে ঢাকা থেকে এ্যাডভেঞ্জার-১ লঞ্চের এক যাত্রী ইয়াবার চালান নিয়ে আসছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পনুকে আটক করা হয়।
এসময়ে তার দেহ তল্লাশী চালিয়ে ৬৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এএসআই আশরাফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply