মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর নৌ থানা পুলিশের অভিযানে ৩৫ লাখ রেনু পোনা আটক করেছে । ২১ জুন রাত ১২ টার দি্কে কুয়াকাটা থেকে মীমজাল পরিবহনে যশোরে পাচারকালে নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজায় এসব পোনা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর নৌ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রেজাউল করিম । তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে সক্ষম হই কুয়াকাটা থেকে যশোরে উদ্দ্যেশ্যে মীমজাল পরিবহনে করে বিভিন্ন ড্রামে করে প্রায় ৩৫ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা পাচার হচ্ছে, তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে রেনু পোনা জব্দ করা হয় ।
Leave a Reply