রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর পোর্ট রোড খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মৃত জন্মগ্রহণ করায় অথবা অবৈধ গর্ভপাতে জন্ম নেয়ায় নবজাতককে খালে ফেলে দেয়া হয়।
শনিবার দুপুর আড়াইটার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, পোর্ট রোড খালে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মৃত অথবা অবৈধ গর্ভপাতে জন্মগ্রহণ করায় নবজাতককে খালে ফেলে দেয়া হয়। সেটি ভাসতে ভাসতে পোর্ট রোড খালে আসে। এরপর ভাটা লাগলে মরদেহটি মাটিতে আটকে থাকে। তবে যে এ কাজটি করেছে, সে ঠিক করেনি। তারপরও নবজাতকের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
Leave a Reply