সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে একশটি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। বুধবার রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর পশ্চিম ইছাকাঠি ভুইয়া সড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এসআই সৈয়দ খায়রুল আলমসহ সঙ্গীয় অফিসার সদস্যরা আব্দুর রশিদ খানের বিল্ডিং সংলগ্ন জমি ও একই এলাকায় কবির হোসেন ভূঁইয়ার টিনশেড বিল্ডিং এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ডালিম সিকদারের ছেলে মো. সৈকত সিকদারকে ২৫টি ও তার দেয়া তথ্য মতে মোহাম্মদ কবির হোসেন ভূঁইয়াকে ৭৫টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ডিবি।
Leave a Reply