শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীতে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে এয়াপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।যার নং ৫। এঘটনায় আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা গ্রামের হাওলাদার বাড়ি। মেয়েটি চহঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর ) বেলা সাড়ে এগারোটার দিকে শিশুটিকে বাসায় রেখে তার মা গরু নিয়ে মাঠে যায়। এসময় একই এলাকার আবুল সিকদারের পুত্র সুজন সিকদার ( ১৮), শিশু মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের মধ্যেই ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির মা মাঠে গরু রেখে ঘরে ফিরে দেখেন সুজন তার শিশু মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তিনি ডাকচিৎকার দিলে সুজন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে শিশুটির মা ধর্ষকের হাত থেকে তার মেয়েকে রক্ষা করে। মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী সুজন সিকদারকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ বিন আলম বলেন, এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ একটি মামলা দায়ের করেছে। আমরা আসামিকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত রেখেছি।
Leave a Reply