বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর এক সময়ের আতংক কাউনিয়া এলাকার মশিউর রহমান সেন্টু। যদিও সেন্টু বন্দুক যুদ্ধে মারা যাওয়ার পর হঠৎ ঠান্ডা হয়ে যায় গোট নগরীসহ কাউনিয়া এলাকাটি।
দীর্ঘ কয়েক বছর পার হলেও ওই এলাকায় মাথা গজে উঠার কোনো নেতার সুযোগ হয়নি। ফলে ২০২০ সাল যেন সেই সেন্টুর রুপ ধারন করেছে বেশ কিছু যুবক।
এতে জনমনে আবারো আতংক বিরাজ করছে। এসব যুবকদের লাগাম টেনে না ধরা হলে তারাও হতে পারেন আরেক সেন্টু।
সুত্র অনুযায়ী জানা যায়, নগরীতে একটি মেডিসিন দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। এসময় দোকানে ক্যাশে থাকা প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে নগরীর কাউনিয়া ১ নং ওয়ার্ডের বিসিক রোড এলাকার টেক্সটাইল মোড় রিয়াদ মেডিসিন হাউজের দোকানে।
ঘটনা স্থান পরিদর্শন করেছেন কাউনিয়া থানা পুলিশ। এঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১০ জুন) রাত ৯টার সময় একই এলাকার হামলাকারী মেহেদি হাসান (২৩),রুবেল (২১),সৌরভ (২২),আরিফ (২৫), রিয়াদ মেডিসিন হাউজের দোকান মালিক মৃত গনি হাওলাদারের ছেলে আবুল হোসেন (৪৬) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ঔষুধ বিক্রি করে আসছিলেন।
ওই সময় হামলাকারীরা তার কাছে কিছু টাকা দাবী করেন। দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আবুল হোসেনকে মারধর শুরু করে। পরে আবুল হোসেন’র ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেবাচিমে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান।
এঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান আহত পরিবার। এবিষয় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply