বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে ২/৩ গুন ভাড়া আদায়ের কারণে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২০ হাজার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক ব্যবহার না করায় এক যাত্রীকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
সূত্রমতে, স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতোটা মানা হচ্ছে তা মনিটরিং করতে চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে নথুল্লাবাদ এলাকায় কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা ও চট্রগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা খোঁজ নেয়া হয়।
এসময় চট্টগ্রাম অভিমুখী এসএ পরিবহন ও অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার ২/৩ গুন ভাড়া আদায়ের অভিযোগ করেন।
এতে দেখা যায় বাসগুলোতে ৫শ’/৭শ’ টাকার ভাড়া ১৫শ’/১৬শ’ টাকা করে নেওয়া হচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিক পক্ষকে দায়ী করেন।
এমন অপরাধে অন্তরা পরিবহনকে ১০ হাজার, দিদার ট্রাভেলস ও এসএ পরিবহনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply