সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়তে বাধ্যতামূলক করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান বরিশালে অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর চক বাজার এরাকায়অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
এদিকে মাস্ক না থাকলে কোন সেবা নয়, এমন স্লোগান থাকলেও তা মানছেন না কেউবা। তাদের একই অজুহাত, মাস্ক ছিল তবে পড়তে ভুলে গেছেন বা পকেটে রয়েছে এমনটাই বলছেন।
অভিযানের সময় বিভিন্ন দোকান এবং পথচারীদের যারা সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেনা তাদের অর্থিক জরিমানা করেছেন ভ্রামান্য আদালত। এসময় দুই’শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলী সুজা বলেন, তারা সরকারের নির্দেশ মোতাবেক মাঠে কাজ করছেন। সঠিক ভাবে মাস্ক ব্যবহার না করলে এবং সবাই মাস্ক যাতে ব্যবহার করে এজন্য সচেতনা করছেন এবং মাস্ক পড়িয়ে দিচ্ছেন। তবে এতেও কাজ না হলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে বলেন তিনি।
Leave a Reply