মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে তুলি শিমলাই (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তুলি শিমলাই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের রাখাল বাবুর পুকুরসংলগ্ন ফটোকপির দোকান মালিক রিপন সরখেলের স্ত্রী। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ওই এলাকার মান্নান মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর স্বামী রিপন সরখেল জানান, ঘরে ফিরে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার সঙ্গে তার কোনো ঝগড়া ছিল না। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply