শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম।
আটককৃত ব্যক্তিরা হলেন- রসুলপুর কলোনির বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর মহসিন মার্কেট এলাকার বাসিন্দা মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।
সংবাদ সম্মেলনে ফজলুল করিম বলেছেন, আটক ব্যক্তিরা রসুলপুর কলোনির মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।
Leave a Reply