সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় দুই মাহিন্দ্রা চালককে দফায় দফায় পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরীর লঞ্চ এলাকার মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদকের কক্ষে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা কারার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত, মাহিন্দ্রা চালক নগরীর ১১ নং ওয়ার্ডের মাদ্রাসা গলির আছমত আলী খানের ছেলে শহিদ খান ও ১২নং ওয়ার্ডের চরের বাড়ির এলাকার মৃত আবুল হোসেন হাওলাদার ছেলে মামুনের কাছে ১০ নং ওয়ার্ডের ভাটার খাল এলাকার সন্ত্রাসী সুমন তাদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় দাবীকৃত চাঁদা না দেয়ায় তাদেরকে মারধর করে।
বিষয়টি নিয়ে মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস সমাধান করে দেয়ার আশ^াস দেন। শনিবার (৪ জুলাই) রাত সোয়া আটটার সময় লঞ্চঘাট শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস’র কক্ষে উভয় পক্ষের কথা শুনে তিনি সমাধান দেয়ার আগ মুহুতে সন্ত্রাসী
সুমন,ফয়সাল,রাকিব,মিলন,রাজিবসহ ৫/৭ জন তাদের উপর হামলা চালায় ।
পরে পরিস্থিতি খারাপ দেখে পরিমল চন্দ্র দাস সেখান থেকে চলে যান। অপরদিকে আহত, শহিদ,মামুন নিজ এলাকায় যাওয়ার সময় মাদ্রাসা গলি নামক স্থানে পৌ’ছালে তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। শহিদ,মামুনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন।
জানা গেছে, লঞ্চ যাত্রীদের নিতে প্রতিরাতে ৫০/৬০টি মাহিন্দ্রা চালক লঞ্চঘাটের সামনে থাকেন। তাদের কাছ থেকে গাড়ি প্রতি মাসে ২৫০০ টাকা নেয় সন্ত্রাসী সুমন। যারা টাকা দিয়ে থাকেন তাদের গাড়ি লঞ্চঘটের ভিতরে প্রবেশ করে। বিষয়টি নিয়ে মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাসকে একাধীকবার ফোন দিলে তিনি তা রিসিফ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
Leave a Reply