রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশাল নগরীকে একটি আধুনিক শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার অশ্বিনী কুমার টাউন হলে শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের সাবেক মেয়র শওকত হোসেন হিরন বরিশাল নগরীকে একটি শিশুবান্ধব নগরী করার পরিকল্পনা করেছিলেন তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেনি আমি শিশুদের সেই শিশুবান্ধব নগরী উপহার দেব।
বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সপ্তাহ ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল ইউনিসেফ পরিচালক এস.এম তৌফিক এলাহী. জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
Leave a Reply