বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম ॥ বরিশাল সদর উপজেলায় সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ২নং কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা।
করোনা পরিস্থিতিতে অভাবিত বিপর্যয়ের সম্মুখীন মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা হয়ে অসহায় অনাহারি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন এই মানুষটি। করোনাকালে মানুষের সেবায় এখনো কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। এছাড়াও নিজ খরচে গতকাল ট্রাফিক আইল্যান্ড সংস্কার করায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
নিজ অর্থায়নে ট্রাফিক আইল্যান্ড মেরামত করায় ব্যাপক শুনাম কুড়িয়েছেন কামাল হোসেন লিটন মোল্লা। জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বরিশাল ট্রাফিক পুলিশ জীবনের ঝুকি নিয়ে নগরবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে অক্লান্ত প্রিশ্রম করে যাচ্ছেন। অপর দিকে সারাদিন কঠোর প্রিশ্রম করেও হাসি মুখে বাসায় ফিরছেন তারা।
নগরবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে গিয়ে বরিশাল ট্রাফিক পুলিশ কতটা নিরাপদ ? এমটাই মনে করছেন সচেতন মহল। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুলাবাদ গোল চত্তরে ( ট্রাফিক আইল্যান্ড) দারিয়ে দায়িত্ব পালন করা জীবনের ঝুঁকি হয়ে দারিয়েছে। ফলে যে কোনো সময় দায়িত্বরত পুলিশের (ট্রাফিক পুলিশ) বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন একাধীক পুলিশ সদস্যরা।
বিষয়টি নিয়ে দৈনিক বরিশাল সময় সংবাদ প্রকাশ হলে ২নং কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার নজরে আসে।
এসময় কামল হোসেন লিটন মোল্লা বলেন, বরিশাল ট্রাফিক পুলিশের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত ভাবে যতটুকু প্রয়োজন মেরামত করেছি। অন্য এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, যারা সাহসী, তারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যে মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে, তা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। এই যুদ্ধে আমাদের প্রকৃত মানবিকতা প্রকাশে সুযোগ সৃষ্টি হয়েছিলো।
Leave a Reply