মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের উপর বরিশালের বাস শ্রমিকের হামলার প্রতিবাদে বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধের পরে উভয় পক্ষ সমঝোতা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানিয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত থাকায় রুপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির আওয়াতাধীন সকল বাস সরিয়ে নেয়া হয়েছিল। তবে আজ থেকে তা পুনরায় রুপাতলী বাসট্যান্ড থেকে স্বাভাবিক ভাবে চলাচল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ঝালকাঠি ও বরিশাল বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। বৈঠকের মাধ্যমে গতকাল রাতে বিষয়টি সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, গতকাল সকালে ঝালকাঠির সৌখিন পরিবহন নামে একটি বাসের কন্ট্রাকটর ও মালিক এর সাথে যাত্রী ওঠানো নিয়ে রুপাতলী বাস শ্রমিক শাহীন এর সাথে বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে শাহীন তার দলবল নিয়ে হামলা চালিয়ে সৌখিন পরিবহনের কন্ট্রাকটর ও মালিককে গুরুত্বর আহত করে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় উত্তজনা ছড়িয়ে পড়লে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রুপাতলী বাসট্যান্ড থেকে ঝালকাঠি মালিক সমিতির আওতাধীন সকল বাস সরিয়ে নেয়া হয়। তবে সন্ধ্যায় উভয় বাস মালিক সমিতি বিষয়টি সমাধানের জন্য সমঝোতা বৈঠকে বসে।
বৈঠকের মধ্যমে পরিস্থিতি সভাবিক করে আজ থেকে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালু জানান, অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটেছিল। তবে ঝালকঠি বাস মালিক সমিতির সাথে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করেছেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আজ থেকে নিয়মিত ভাবেই বাস চলাচল করবে।
Leave a Reply