শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ব্যবসায়ীক সংগঠন বরিশাল ফেব্রিকেটরস কল্যান সমিতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বরিশালের খান ট্রেডিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান।
আগামী (২৮ শে জানুয়ারি) বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নির্বাচন ২০২২ ইং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১:০০ টায় বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মোঃ মেহেদী হাসান খান বলেন, আমাদের এই সংগঠনটি বরিশাল জেলার প্রত্যন্ত এলাকার সদস্যদের নিয়ে গঠিত । আমার সহকর্মী ও ব্যবসায়ী ভাইয়েরা আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন তাই আমি এই সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার যথাসাধ্য চেষ্টা করব এবং আমার সকল সহকর্মী ভাইদের সুখে-দুখে পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। তাই আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এসময় ব্যবসায়ী মোঃ নিরব হোসেন, মোঃ মিন্টু, মোঃ পারভেজসহ জেলার আরও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply