বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা ॥ বরিশালের জেলা পরিষদের ৭নং ওর্য়াড (বাবুগঞ্জ) সদস্য পদে উপ-নির্বাচনে ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। সোমবার রির্টানিং অফিসার, জেলা প্রশাসক অজিয়র রহমানের কার্যালয়ে জমাকৃত মনোনয়নপত্র জাছাই বাছাই শেষে চার জনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করা হয়।
এর আগে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রোববার সিনিয়র রির্টানিং অফিসার মোহাম্মদ নূরুল ইসলামের কাছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মনোনীত ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, যুবলীগ নেতা মাইনুল হোসেন পারভেজ মৃধা, জাতীয়পার্টির নেতা ও বরিশাল ফরচুন লিঃ পরিচালক শফিউল আজম শফিক , সাবেক ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম বাবুল ফকির মনোনয়নপত্র জমা দেন।
২৫ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার ১টি কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয় ও ৬টি ইউনেয়নের চেয়ারম্যান ও মেন্বরসহ ৮০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য বরিশাল জেলা পরিষদের ৭নং ওর্য়াড (বাবুগঞ্জ) সদস্য ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা নির্বাচন অফিস তার সদস্য পদটি শূন্য ঘোষনা করেন। ওই শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
Leave a Reply