রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন বরিশাল জেলা পরিষদের ৭নং ওয়ার্ড (বাবুগঞ্জ )’র উপ-নির্বাচনে সদস্য পদ প্রার্থী রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল হোসেন পারভেজ মৃধা (তালা) প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
তরুণ এই প্রার্থী ৭নং ওয়ার্ডের আওতাভুক্ত বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দুয়ারে দুয়ারে গিয়ে কৌশলী প্রচারনায় এগিয়ে রয়েছেন। রবিবার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের কাছে খোজ নিয়ে জানাগেছে, পারভেজ মৃধার সাথে প্রতিদ¦ন্দীতা মুলক নির্বাচণ হবে। পারভেজ মৃধা বলেন, ভোটারদের কাছ থেকে ব্যপক সারা পাচ্ছি।
জোরজুলুম ও ভোট কেনা বেচা না হলে (তালা) প্রতিকের সু-নিশ্চিত বিজয় হবে। উল্লেখ্য জেলা পরিষদ (বাবুগঞ্জ) ৭নং ওয়ার্ডের সদস্য ফারজানা বিনতে ওহাব গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করায় পদটি শন্য ঘোষনা করা হয়।
আসছে ২৫ জুলাই শুন্য পদে নির্বাচণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
Leave a Reply