বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখা, মাদকদ্রব্য কঠোর হাতে নিয়ন্ত্রন করা, উপজেলার মধ্যে সবচেয়ে বেশী ওয়ারেন্ট তামিল করা ও বাল্য বিয়ে প্রতিরোধসহ পুলিশের সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক পেয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার। আজ মঙ্গলবার সকালে বরিশাল জেলা পুলিশের মাসিক সভা শেষে তাকে এই পুরুস্কার প্রদান করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার)। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারসহ জেলা পুলিশের উর্ধ্বতন বিভিন্ন কর্মকতার্রা।
এব্যাপারে ওসি গোলাম সরোয়ার হোসেন বলেন, এই উপজেলার ভালো কাজের জন্য পাওয়া পুরুস্কার সবার। আমি সব সময় মানুষের সেবা করে যেতে চাই। মাদকসহ সকল কাজে আমি সবসময় কঠোর ছিলাম এবং ভবিষৎতেও থাকবো। অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক পাওয়ায় গৌরনদী মডেল থানার সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Leave a Reply