শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সংলগ্ন জিয়া নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫ ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থাণীয়রা জানান, বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সংলগ্ন জিয়া নগর এলাকার আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির আশপাশের ঘরে।
এসময় বসতঘর ও দোকানসহ মোট ৬টি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply