সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তৃতীয়বারের মত বরিশাল ক্লাব লিমিটেডের পরিচালক হলেন এসএম জাকির হোসেন। বুধবার (১৮ মে) ক্লাব মিলনায়তনে সকল সদস্যদের উপস্থিতিতে তাকে পরিচালক ঘোষণা করা হয়।
এর আগে দেড়শ’ বছরের মধ্যে (২০১৬-১৭) অনুষ্ঠিত প্রথম সরাসরি ভোটে ২৪ জনের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। দ্বিতীয়বার (২০১৮-১৯) তিনি পরিচালক নির্বাচিত হন। সর্বশেষ (২০২২-২৩) বুধবার পরিচালক হন তিনি।
এসএম জাকির হোসেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, বরিশাল মেট্রাপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, ইউরোটেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয়, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি। বুধবার (১৮ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্যদের নির্বাচন শেষে পরিচালকদের নিয়ে ফটোসেশনের অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় মেয়রের সহধর্মিণী ও মহানগর আওয়ামী লীগের সদস্য লিপি আব্দুল্লাহ, বরিশাল ক্লাবের পরিচালক সাইদুর রহমান রিন্টু, এম এ আউয়াল চৌধুরী ভুলু, মো. হান্নান মল্লিক, এস এম জাকির হোসেন, এ্যাডভোকে লস্কর নূরুল হক, জাহাঙ্গীর হোসেন মানিক, সাঈদ আহমেদ মান্না, লিয়াকত হোসেন খাঁন লাবু, রেজিন-উল কবির, এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব।
Leave a Reply