রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালামকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগিকেও আটক করে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া থানাধীন লামছড়ি আয়রন ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন, ওসি (তদন্ত) ছগির হোসেন, এসআই মেহেদি, এএসআই সাইফুল-১, এএসআই জসিম, এএসআই হালিমসহ একটি টিম লামছড়ি এলাকায় আয়রন ব্রীজ নামক স্থানে অভিযান চালান। রাত সাড়ে ৯টার দিকে ট্রলারযোগে নিয়ে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালাম ও তার দুই সহযোগিকে আটক করেন তারা। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র আরো জানায়, পুলিশের উপস্থিতি দেখে গ্রামবাসী এগিয়ে আসলে তাদের সামনেই গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী কামালকে দুই সহযোগি সহ আটক করে পুলিশ। এদের মধ্যে একজনের নাম উজ্জ্বল বলে জানালেও অপর সহযোগির নাম বলতে পারেনি স্থানীয়রা।
কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন মুঠোফোনে বলেন, তদন্তের স্বার্থে এখন কোন তথ্য দেয়া সম্ভব নয়। তাছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, কালাম ওরফে গাঁজা কালামের নামে এর পূর্বেও প্রায় ১২/১৩টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply