মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নব- নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জুলাই সকালে বরিশাল সদর উপজেলা অফিসের হল রুমে এই শপথ অনুষ্ঠান হয়।
বরিশাল সদরের ৪ টি ইউপির ৩৬ জন সাধারণ ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৪৮ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদরের ইউএনও মো. মুনিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নানসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ পাঠ করানোর আগে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্বাচিত সব জনপ্রতিনিধিদের প্রতি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। একই সঙ্গে জনগণের সেবায় সঠিকভাবে নিজেদের কাজ করার জন্য এবং দায়িত্ব পালনের প্রতি সজাগ দৃষ্টি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Leave a Reply