বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
এম.কে. রানা॥ বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রবিবার দুপুরে নগরীর পূর্ব কাউনিয়া মহাশ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
ওসি আজিমুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমান জালনোটসহ একটি চক্র কাউনিয়া মহাশ্মশান এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ রানার নেতৃত্বে তিনিসহ থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন, ওসি (তদন্ত) ছগির আহম্মেদ, এসআই মেহেদি, এসআই জসিম, এএসআই সাইফুল-১, এএসআই জিয়া ও এএসআই জসিম ওই এলাকায় অভিযান চালান।
এ সময় পটুয়াখালী জেলার বাউফল থানার মোতালেব মোল্লার ছেলে হাবিবুর রহমান ও কোটালীপাড়া থানার সুরঞ্জিত বিশ্বাস এর ছেলে শুকান্ত বিশ্বাসকে আটক করেন তারা। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার দুইটি এবং ৫শত টাকার দুইটি বান্ডেলসহ মোট ৩ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, হাবিবুর রহমান জালনোট বিক্রির জন্য বাউফল থেকে বরিশালে আসলে শুকান্ত বিশ্বাস তা ক্রয় করতে আসেন।
আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আজিমুল করিম।
Leave a Reply