শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ট্রেড লাইসেন্স না থাকায় বরিশাল নগরীর দুটি জুতার দোকানে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (০৪ মার্চ) বেলা ১২টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে নগরীর লঞ্চঘাট এলাকায় এ মেবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকায় ওই এলাকার ভাই ভাই সু-হাউস, পরশমনি সু-হাউস ও কালাম সু-হাউসকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল জানিয়েছেন, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন- ২০০৯ এর ৯২(৩) ধারায় ও তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এছাড়াও লঞ্চঘাট এলাকার বিভিন্ন খাবার হোটেল, রেস্তোরায় ও ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউসন অফিসার ছিলেন সিটি কর্পোরেশনের স্যানেটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। এছাড়া বিসিসির ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply