শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল ক্রমেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের মধ্যে মোট ৩২ জনের মৃত্যু হলো। বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে গোটা বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৭, ভোলায় ৯, পিরোজপুরে ১২ এবং বরগুনায় ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। তবে ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তথ্য নেই।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪ হাজার ৬৩৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে বিভাগে ৩২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, বরগুনায় ২, পিরোজপুরে ২, পটুয়াখালীতে ১, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ এবং ভোলায় ১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতা জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। তিনি সবাইকে সতর্ক থাকতে এবং পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
Leave a Reply