বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুর্যাল সার্ভিস সোসাইটি বরিশালের পক্ষ থেকে এমভিএম নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় দরিদ্র ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নগরীর নতুনবাজারস্থ সিআরএসএস কার্যালয়ের সামনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্তদের এই সহায়তা প্রদান করা হয়।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল, দেড় কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ২ কেজি আটা, ২ কেজি আলু ও সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত থাকেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু ও সিআরএসএস সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভসহ সংস্থার অন্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply