শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় বাক্কু খা(২৭) নামে এক জেলেকে আটক করেছে হিজলা কোস্টগার্ড সদস্যরা।
এসময় ট্রলার থেকে ২টি রামদা উদ্ধার করা হয়েছে। আটককৃত জেলে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মধ্য চরমেমানিয়া এলাকার এলাহি বক্সের ছেলে। কোস্টগার্ড জানায়, সোমবার ১৯ অক্টোবর মধ্য রাতে টহলের সময় পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে থাকা অবস্থায় বাক্কু খা নামে জেলেকে আটক করা হয়েছে।
এসময় ট্রলারে থাকা অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ট্রলার থেকে ২ টি রামদা উদ্ধার করা ছাড়াও মাছ, জাল সহ ট্রলারটি জব্দ করা হয়েছে। আটক জেলে বাক্কু খার কাছে পালিয়ে যাওয়া জেলেদের নাম জানতে চাইলে সে জানায়, সে সহ ঐ ট্রলারে আরো পাঁচ জন জেলে ছিলো। তারা হলো সাকিল, ছত্তার, নজরুল, সিদ্দিক ও দুলাল। তারা সবাই একই এলাকার লোক। বাক্কু খার বিরুদ্ধে হিজলা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানায় কোস্টগার্ড।
Leave a Reply