মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি।। বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের ১৮দিনেও অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার না হওয়ায় চরম উৎকন্ঠায় দিন পার করছে অপহৃতার পরিবার। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের নরোত্তম বৈদ্যের মেয়ে, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া ছাত্রী তিথী বৈদ্যকে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার স্বপন কির্ত্তুনীয়ার বখাটে সমীর কির্তুনীয়া।
প্রস্তাবে রাজি না হওয়ায় ২৯মে বিকেলে তিথী ওই গ্রামেই তার মামা বাড়ি বেড়াতে যাবার পথে সমীর তার লোকজন নিয়ে তিথীকে অপহরণ করে। অপহরণের ঘটনায় তিথীর বাবা বাদী হয়ে ১জুন অভিযুক্ত সমীর, তারা বাবা-মা’সহ ৬জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-২। মামলা দায়েরের ১৮দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত তিথীকে উদ্ধার বা অপহরণকারী সমীরকে আটক করতে পারেনি।
এদিকে অপহনের দায়ে অভিযুক্ত সমীর তার নিজের আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রেম করে বিয়ে করেছে দাবি করে স্ত্রী হিসেবে তিথীকে নিয়ে একাধিক ছবি পোষ্ট করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি ছেলে-মেয়ের প্রেম ঘটিত কারণে তারা পালিয়ে গেছে বলে জানা গেছে। তার পরেও আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply