শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দ্রুতই এলাকাভিত্তিক লকডাউন আসছে বরিশালে। স্বাস্থ্য মহাপরিচালকের নির্দেশে সোমবার বরিশালের জেলা সিভিল সার্জনের জরুরু ঘোষণার প্রেক্ষিতে করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির এক সভায় মঙ্গলবার আসছে এই সিদ্ধান্ত।
জুমিং পদ্ধতিতে সকাল সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। এরপরই লকডাউন বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে লাল ও হলুদ জোনে। সিভিল সার্জনের ওই জরুরি ঘোষণায় বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক লাল, হলুদ ও সবুজ জোনে চিহ্নিত করা হয়েছে। বরিশাল নগরী এবং জেলার ১০ উপজেলায় জোনিং তালিকা অনুযায়ী জোনিং সিস্টেম গাইডলাইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
মহানগর পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান জানান, ‘লকডাউন বাস্তবায়নের সুপারিশ কার্যকরের পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় রয়েছে। এজন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ছাড়াও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার এবং জনগণের সহযোগিতায় লকডাউন বাস্তবায়ন হবে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সিভিল সার্জনের একটি জোনিং তালিকা পেয়েছেন। এটাই চূড়ান্ত নয়। কিছু অবজারভেশন আছে। তাদের বিষয়টি জানিয়েছেন।
ঢাকায় লকডাউন হয়েছে এলাকাভিত্তিক। ১০ জন রোগীর জন্য একটি পুরো উপজেলা লকডাউন করার চেয়ে এলাকাভিত্তিক ভাগ করে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে ভালো। এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নিয়ে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় লকডাউন বাস্তবায়নে কাজ শুরু হবে।
Leave a Reply