বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের কুন্দিয়ালাপাড়া এলাকায় হামলা থেকে স্বামী ও ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত নাছিমা বেগম (৪৫) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত ৯টায় তার মরদেহ লাশ ঘরে প্রেরণ করা হয়। নাছিমা ওই গ্রামের ইনসান শরীফের স্ত্রী। ইনসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাতে হামলাকারী রুশিয়া বেগমকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। চিকিৎসাধীন ইনসান শরীফ জানান, গত ২৯ ডিসেম্বর তার একটি মুুরগি কে বা কারা মেরে ফেলে। ধারণা ছিল তার বড় ভাই সুলতান শরীফ ও তার ছেলেরা এ কাজ করতে পারে। এজন্য সন্ধ্যায় বিষয়টি তার বড় ভাইকে জিজ্ঞাসা করেন তিনি। এ নিয়ে তার সাথে বাকবিতণ্ডা হয়। এরপর ঘরে ফিরে যান ইনসান।
এ ঘটনার জেরে রাতে আকস্মিকভাবে সুলতান, তার স্ত্রী রুশিয়া এবং তিন ছেলে জাকির, জলিল ও রাসেলসহ ৭/৮ জন লাঠিসোঁটা দিয়ে উঠানে থাকা ইনসানকে বেদম মারধর করে। এ সময় তার ছেলে নাইম রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। স্বামী ও ছেলেকে রক্ষা করতে নাছিমা এগিয়ে এলে তাকে গাছের কচা দিয়ে পেটান হামলাকারীরা। এক পর্যায়ে নাছিমা মাটিয়ে লুটিয়ে পড়লে তার বুকের উপর উঠে পা দিয়ে আঘাত করেন।
ঘটনার পর রাতে একাধিকবার বমি করেন নাছিমা। আর ইনসানের কান ফেটে যায়। তাদের দুজনকে মেডিকেলে ভর্তি করা হয়। অপর আহত নাইমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
ইনসান জানান, এ ঘটনায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন। এ বিষয়ে বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হলে কিছুই বলা যাচ্ছে না।
Leave a Reply