সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখান (বাইলাকান্দি) গ্রামের একটি ঘর থেকে আব্দুল কাদের শাওন বেপারীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিন সন্তানের জনক শাওন একই গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে।
নিহতের স্ত্রী মায়ানুর বেগম বলেন, শাওন এলাকার অনেক মানুষের কাছ থেকে সুদে টাকা নেয়। কিন্তু ওই ঋণ পরিশোধ করতে পারছিলো না। এ চিন্তায় ২ দিন ধরে ঘরে ভাতও খায়নি। সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ঘরের আড়ার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে ডাক চিৎকার শুরু করে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, পারিবারিক কলহের জেরে শাওন বেপারী আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
Leave a Reply