বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে অশোক চন্দ্র কর (৪৭) নামে এক স্বর্ণের দোকানের ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় অশোককে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরের নতুন বাজার পোস্ট অফিস গলির বাসিন্দা ও শহরের গির্জা মহল্লার নকশি জুয়েলার্সের ম্যানেজার।
এদিকে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞাসহ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।আহত অশোক চন্দ্র কর জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) হাঁটতে যান তিনি। হাঁটা শেষ করে উদ্যানের ডিসি লেকের পাড় সংলগ্ন বিশ্রামাগারে শরীরচর্চা করছিলেন।
এসময় অজ্ঞাত পরিচয়ে ৩/৪ জন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। অশোক চন্দ্র করের ডান হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply