শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জেড় ধরে স্কুল শিক্ষিকা ও তার স্বামীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায় উপজেলার সাতলা গ্রামের সন্ত্রাসী বিন্দু বিশ্বাস(২০), ওপেন বিশ্বাস(৬৫),
অর্চনা সিকদার, নিঝুম বালা(২০) সহ একদল ভাড়াটিয়ে সন্ত্রাসী মিলে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র ও গাবের লাঠী নিয়ে ১৯ মার্চ সকাল ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার দিলিপ বিশ্বাস(৪২) এর বসতঘর ভাংচুর, লুটপাট ও হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করেছে। এ সময় তার স্ত্রী ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেখা মুন্সি(৩৫) বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছে ওই সন্ত্রাসীরা।
আহত শিক্ষিকা রেখা মুন্সি জানান আমরা অসহায় হওয়ায় আমাকে এবং আমার স্বামীকে বেধমভাবে পিটিয়ে আহত করে এবং বসতঘর ভাংচুর করে আমার পরিহিত এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, একটি দামীও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় ও পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায় ওই সন্ত্রাসীরা। এমনকী আমাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাঁধার সৃষ্টি করেছে । হুমকীর মুখে আতঙ্কে আমাদের পরিবারের সকল সদস্যরা।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহতর পরিবার। অভিযুক্ত অর্চনা সিকদারের স্বামী উত্তম বিশ্বাস জানান আমরা কাউকে মারধর করিনি। তবে উভয় পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply