বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে একটি ডাক ঘরের মালামাল চুরি হওয়ার খবার পাওয়া গেছে।ঘটনা স্থান পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ ঘটনায় মামলা কিংবা লিখিত অভিযোগ করেনি পোষ্টমাষ্টার।ঘটনাটি ঘটেছে ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ানের ৯ ওয়ার্ড সোলনা এলাকায়।
শুক্রবার (২৬ জুলাই) রাতে কেবা কাহারা পোষ্ট অফিসের মুল পটকের দরজার একটি তালা ভেঙ্গে প্রবেশ করে দ্বিতীয় দরজার আংটা ভেঙ্গে ভিতরে থাকা চারটি ব্যাটারি ও সোলার মেশিন নিয়ে যায় চোর চক্র।এ খবর শুনতে পেয়ে পোষ্টমাষ্টার শাহজাহান বিশ^াস এয়ারপোর্ট থানা পুলিশকে ফোন দেন।
তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ওই পোষ্টমাস্টার।এদিকে মোশারেফ হোসেন পোষ্ঠ অফিস পরিদর্শক (বরিশাল উপ বিভাগ)বলেন,শাহজাহান বিশ^াসকে একাধীকবার বলা হয়েছে মালামাল নিজ দ্বায়িত্বে না রখতে পারলে স্যারদের জানান,তিনি স্যারদের কিছই জানান না বরং সে জানি একটু কেমন
। এর ক্ষতিপুরন কি অফিস বহন করবে কি না জানতে চাইলে,তিনি বলেন,যে সব ডাক অফিস থেকে দ্বায়িত¦হীনতার কারনে মালামাল চুরি হবে তা তাকেই বহন করতে হবে। এর আগেও আমাদের কাছে তার বিরুদ্ধে একাধীক অভিযোগ এসেছে লিখিত অভিযোগ না পাওয়ার কারনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়নি।আমি স্যারদের জানিয়েছি তারা কি ব্যাবস্থা নিবেন সেটা তাদের বিষয়।
ইউনিয়ান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন,পুলিশ টহল থাকা সত্যেও চুরি হওয়া খুবই দুঃখ জনক। আমি বিষয়টি অতি গুরুত্ব ভাবে দেখবো কারন চোর চক্র দুরের না তারা আমাদের আশপাশের এলাকার।সুত্র বলছে, ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ানে সোলনা এলাকার ৯ নং ওযার্ডে সাইবের দরজা নামক স্থানে সন্ধা হলে চলে গাজা সেবনের আড্ডা। সাবেক মেম্বার আয়নাল বলেন,আমি মেম্বার থাকা কালীন চুরি তো দুরের কথা ওয়ার্ড ছিলো মাদক মুক্ত।চুরির বিষটি শুনছি আমরা যারা আছি এই চোর চক্রকে খুজে পুলিশের হাতে তুলে দিবো।
Leave a Reply