মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় শিরিন মেডিকেল হলে নিষিদ্ধ অবৈধ ঔষুধ বিক্রির অপরাদে র্যাব অভিযানে আটক দুই ব্যাবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে,২ বছর ধরে বাংলাদেশে নিষিদ্ধ অবৈধ ঔষুধ কেনা বেচা করে আসছিল লঞ্চঘাট এলাকার শিরিন মেডিকেল হলের সেই বিতরক্তিত নারী শিরিন।
নিষিদ্ধ ঔষুধ বিক্রেতা শিরিন মেডিকেল হলে মালিক শিরিন ও ওষুধ বিক্রেতাকে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে র্যাব-৮ ও ম্যাজিস্টেট আটক করে এবং ৭দিনের বিশ্রাম কারাদন্ড দেওয়া হয়।
Leave a Reply