বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সামান্য বৃষ্টিতেই পানিবন্দী বরিশাল নগরীর গোরস্হান রোডের বাসিন্দারা। এ সপ্তাহে প্রতিদিনই কমবেশি বৃষ্টিপাত হওয়াতে তাপমাত্রা কমে গেছে। এর মধ্যে আজ শুক্রবার ভোর থেকে রয়ে রয়ে মুশলধারে বৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে। যা বেলা ১১টার দিকে থেমে যায়। এমন বৃষ্টিতে স্বস্তি এসেছে গরমে কষ্ট পাওয়া নগরবাসীর মাঝে।
কিন্তু এই সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হান গোরস্হান রোডে পানি জমে গেছে। এলাকার ড্রেনের পানি বৃদ্ধি পেয়েই সড়কে রাস্তাতে কাদাজল হয়ে আটকে থাকতে দেখা যাচ্ছে। এটুকু বৃষ্টিতেই এই এমন পানি জমে যাওয়ায় সামনে ঘোর বর্ষা এলে দুর্ভোগে পড়ার আশংকা করছেন অনেকে। আজ শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন স্হান সরেজমিনে পর্যবেক্ষণ করতে গেলে গোরস্হান রোড ও কার আশপাশের এলাকায় গিয়ে রাস্তায় পানি জমে থাকার চিত্র দেখা গেছে।
নগরবাসী বলছেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় করা ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে প্রবাহিত খালগুলো পানি প্রবাহের উপযুক্ত না করা গেলে বর্ষার দিনে পানি জমে নগরীর নিচু অঞ্চলের বসত বাড়িতেও উঠতে পারে। জমে থাকা পানির ফলে বাড়তে পারে মশার প্রকোপ। যে কারণে ডেঙ্গুর বিস্তৃতি নিয়েও ভাবতে হচ্ছে।
বৃষ্টিতে জমা কাঁদা ও নোংরা পানির মধ্যে নামাজ পড়তে যান তরুন যুবক মেহেদী হাসান তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্হা সুপরিকল্পিত না হওয়ায় ড্রেনগুলোর ভেতরে ময়লা জমে গেছে এবং সিটি করপোরেশন এলাকার খালগুলো অনেক জায়গাতেই দখল ও আবর্জনামুক্ত নয়। যে কারণে বৃষ্টি হলে পানি দ্রুত সরে যেতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে আসন্ন বর্ষাকালে নগরবাসী এই ভোগান্তি থেকে রেহাই পাবে।
Leave a Reply