রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশালে সিনিয়র সাংবাদিক শামীম আহমেদকে নির্যাতনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের উদ্যোগে শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে বরিশালের সিনিয়র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এখনো চলছে। সেখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিআইজি প্রিজন, সিনিয়র জেল সুপার সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সকালে নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জী, আকতার ফারুক শাহীন, সুশান্ত ঘোষ, বিধান সরকার, ফিরদাউস সোহাগ, কাজী মিরাজ মাহমুদ, রাহাত খান, ফিরোজ মোস্তফা, এমএম আমজাদ হোসাইন, গিয়াস উদ্দিন সমুন এবং গোপাল সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের সহ-সভাপতি এম.কে. রানা, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদি হাসানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সাংবাদিক বেলায়েত বাবলুর সঞ্চালনায় এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বক্তারা বলেন- পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিচার হয়নি। তারা আরো বলেন, শুধুমাত্র বরখাস্ত করলেই চলবে না, এ ঘটনায় জড়িত জেলার সহ সকলের কঠোর বিচার করতে হবে।
কেননা জেলারের ব্যাপারে এখনো কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাংবাদিক শামীম আহমেদকে নির্যাতনকারী সকলের কঠোর বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
Leave a Reply