শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার তন্ময় দাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি নগরীর ভয়ংকর আব্বা গ্রুপ নিয়ে সংবাদ প্রকাশ করায় এই হুমকি দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন তন্ময়। ডায়েরী নং ১২৬।
জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে ২ আগস্ট সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পথরোধের চেষ্টা করে আব্বা গ্রুপের সদস্যরা।পরিস্থিতি বুজতে পেরে মোটরবাইকে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তন্ময়। এসময় আব্বা গ্রুপের সদস্যরা তাকে গালাগাল করে এবং কুপিয়ে হত্যার হুমকি দেয়।
Leave a Reply