সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ফেন্সিডিলসহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)’র এক চিকিৎসককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত অনিক বনিক নামের ওই চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে চেকপোস্ট চলাকালে ডাক্তার অনিকের দেহ তল্লাশি করলে তার কাছ থেকে চার(৪) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন তারা।
আটককৃত চিকিৎসকর অনিক বনিক বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা। তিনি শেবাচিম হাসপাতাল ছাড়াও নগরীর আরিফ মেমোরিয়াল নামে একটি প্রাইভেট ক্লিনিকেও চেম্বার করেন।
এ ঘটনায় ডিবি’র এসআই খায়রুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply