শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ শাহজাহান রাঢ়ীকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার (১০ ফেব্রুয়ারি) এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর শাহজাহান রাঢ়ীকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবাগ গ্রামের মৃত সৈয়দ জামালের ছেলে। ধর্ষিতা শিশুটিও একই গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে শাহজাহান রাঢ়ী। ইয়ারবাগ গ্রামে তার একটি মাছের ঘের রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি মাছের ঘেরে শুকনো কাপড় আনতে যায়। পরে সেখান থেকে তাকে আখ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে শাহজাহান রাঢ়ী। তখন শাহজাহান রাঢ়ীর বয়স ছিল ৫০ বছর। এ ঘটনায় একই বছরের ৭ মার্চ শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের ১৫ মে মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক আব্দুল মালেক মামলার চার্জশীট দেন। আদালতে ছয়জনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাহান রাঢ়ীকে উল্লেখিত দণ্ডে দণ্ডিত করা হয়।
Leave a Reply