বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল কেন্দ্রীয় জেলা বাস মালিক সমিতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টানা ৬৫ দিন বাস চলাচল বন্ধ থাকায় লোকসানে পড়েছে তারা। এতে করে ক্ষতি পোষানোরও কোনো সুযোগ দেখছেন না । ফলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি তাদের।
এদিকে দীর্ঘদিন বাস চলাচল না করায় মেশিনারি ত্রুটির কারনে ক্ষতির পরিমান বেশি হতে পারে বলে মনে করেন বাস মালিকরা।
বরিশালের বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন রুটে ৯ শতাধিক বাস চলাচল করে থাকে। এর মধ্যে বরিশাল ১৮০টি বাস কেন্দ্রীয় বাস টার্মিনালের এবং ১১১ টি বাস রুপাতলী বাস টার্মিনাল থেকে অন্তঃ জেলা রুটে চলাচল করে থাকে।
বাকি বাসগুলো বিভিন্ন জেলা থেকে যাত্রীসেবা দিয়ে থাকে। দীর্ঘদিন বাসগুলো চলাচল না করায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। অপরদিকে বিভিন্ন যন্ত্রাংশেও সমস্যা দেখা দিয়েছে। লোকসানের মুখে এখন বাস মেরামতে আরও লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে ১৮০টি বাস বিভিন্ন রুটে চলাচল করে থাকে। প্রতিটি বাস থেকে প্রতিদিন গড়ে ২৫শ’ টাকা আয় হয় মালিকের।
এই ৬৫ দিনে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা লোকসানে পড়েছে মালিকরা। এ ছাড়াও দীর্ঘদিন বাস বসে থাকায় সেই বাসগুলোতে কাজ করাতে হচ্ছে। আর মেরামত ও লোকসান সব মিলিয়ে ৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে এই বাস টার্মিনাল থেকে চলাচলরত বাসের মালিকদের।
তিনি বলেন, এই ক্ষতি কিভাবে আমরা পোষাব সেটা বুঝতে পারছি না। এ ছাড়া ৭২০ জন আমাদের বাসের কর্মরত শ্রমিক এখন পুরোপুরি বেকার। দুই মাস তারা মানবেতর জীবনযাপন পালন করেছে।
তবে আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা করা হয়েছে। রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, বিভিন্ন রুটে রুপাতলী থেকে ১১১ টি বাস চলাচল করে থাকে । বাসে তো আর ধরাবাঁধা ইনকাম নেই। কোনো দিন ৩ হাজার আবার কোনো দিন ১২ হাজার টাকাও ইনকাম হয় একটি বাস থেকে।
সেই হিসাবে প্রতিদিন একটি বাসে গড়ে ৫ হাজার টাকা করে আয় হলে এবং মেরামত বাবদ ৬৫ দিনে ৩ কোটি ৯৪ লাখ ৫ হাজার টাকা লোকসান হয়েছে আমাদের।
তিনি বলেন, বিভাগে আরও ৭০০ বাস বিভিন্ন রুটে চলাচল করে বিভিন্ন জেলা থেকে। সেই হিসাবে লকডাউনের ৬৫ দিনে মেরামত ব্যয়সহ ২৩ কোটি ৮৫ লাখ টাকা লোকসান হয়েছে বাস মালিকদের। বরিশাল বিভাগে সব মিলিয়ে প্রায় ৩১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার অধিক লোকসান হয়েছে বাস মালিকদের।
কাওছার হোসেন শিপন আরও বলেন, কোটি কোটি টাকার বাসগুলো পড়ে রয়েছে। এগুলো মেরামত না করে তো রোডে নামানো যাবে না।
দীর্ঘদিন না চলাচল করায় সমস্যা হতে পারে। আর সেই বিষয়টি মাথায় রেখেই মেরামতের কাজ চলছে। লোকসানের বিষয়টি সরকার খেয়াল রাখলে আমরা উপকৃত হতাম।
Leave a Reply