শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ লাশ উদ্ধারের ৩ মাস পার হয়ে গেলেও এখনও পরিচয় মেলেনি অজ্ঞাত নারীর। বরিশালের হিজলা থানার ধুলখোলা ইউনিয়নের কুঞ্জপট্টি এলাকার মেঘনা নদীর পাড় থেকে গত ১৫ মার্চ গলাকাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, ১৫ মার্চ কুঞ্জপট্টি এলাকার মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ক্ষত চিহ্ন থাকায় ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যা। লাশ ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ থাকায় আঞ্জুমান কবর স্থানে দাফন করা হয়েছে।
লাশের বর্ণনা দিয়ে ওসি বলেন, অজ্ঞাত নারীর আনুমানিক বয়স ৩০ বছর, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো লম্বা আনুমানিক দের ফুট, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ে এ্যাস ও টিয়ে রংয়ের ছাপার কামিজ, নেভি ব্লু রংয়ের সালোয়ার। হাতের নখে মেহেদীর রং লাগানো ছিল।
তিনি আরও বলেন, লাশের প্রকৃত নাম-ঠিকানা শনাক্ত করা গেলে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। লাশের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য এর অভিভাবকরা যেন হিজলা থানায় অথবা বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানান ওসি অসীম কুমার।
Leave a Reply