রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নদী বন্দরে পারাবত-১১ লঞ্চ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পেয়েছে পুলিশ। লাশ উদ্ধাররে ৩৫ ঘন্টা পর পরিচয় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯)। তার স্বামী ওলিয়র রহমানের বাড়ি ফরিপুরের ভাঙ্গা এলাকায়। নিহত লাভলী তার পিতা আব্দুল লতিফ মিয়ার সাথে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের মা।
নিহত লাভলীর লাশ পুলিশের কাছ থেকে গ্রহণ করেছেন নিহতের ভাই মোক্তার হোসেন।এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লঞ্চের কেবিনে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। যদিও এ বিষয়ে কেউ কোন বক্তব্য প্রদান করেননি।
হত্যাকারী পুরুষ লঞ্চের কেবিন ‘কামরুল ইসলাম’ নাম ব্যবহার করে ভাড়া নিয়ে থাকেন। যা পুরোটাই ছিল সাজানো।পুলিশ জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনা এবং ঠান্ডা মাথায় লাভলীকে খুন করে ওই কথিত ‘কামরুল’।
জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে পিআইবি।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সকালে নৌ-পুলিশ বরিশাল নদী বন্দরে পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে লাভলীর লাশ উদ্ধার করে।
Leave a Reply