বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে লকডাউন ঘোষণা সত্ত্বেও রাস্তায় বেরিয়েছে লোকজন। তবে সংখ্যায় ছিল কম। লকডাউন যথাযথভাবে না মানা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিলও) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে লোকজনের যাতায়ত দেখা গেছে।
যদিও তা অন্যান্য দিনের চেয়ে ছিল তুলনামূলক কম। গতকাল রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর রাতে জেলা প্রশাসন পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।
এই বিজ্ঞপ্তিতে জন সাধরনকে ঘরে থাকতে এবং জরুরী প্রয়োজন ছাড়া বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়। এদিকে লকডাউন যথাযথভাবে নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক।
Leave a Reply