সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকলোভী মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের গৃহবধূ তিন সন্তানের জননী মুকুল বেগম তার মাদকাসক্ত ও যৌতুকলোভী স্বামী সরোয়ার শাহ’র নির্যাতনে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত মুকুল বেগমের ছেলে মশিউর শাহ জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলা ও মাদক সেবন করে আসছিল তার এ কাজে বাঁধা দেয়ায় প্রায়ই তার মাকে মারধর করতো।
আহত মুকুল বেগম জানান, তার স্বামী প্রায়ই নেশা ও তার দাবীকৃত যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করলে আমি অনেকবার আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি। গত সোমবার সকালে স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চাইলে সে অপরাগতা প্রকাশ করলে স্বামী সরোয়ার লোহার পাইপ দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মুকুল বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, আহত’র পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply