শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে যুবলীগ নেতার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসী মামুন ও তার দলবল।
আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের প্রবাসী কাওসার বেপারীর স্ত্রী গৃহবধুকে একই এলাকার শাহে-আলম হাওলাদারের ছেলে মামুন হাওলাদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি গৃহবধু তার আত্মীয় স্বজনকে জানালে যুবলীগ নেতা মামুন হাওলাদার ক্ষিপ্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসী মামুন ও তার দলবল আহত গৃহবধুর ঘরে প্রবেশ করে তার শ্লিলতাহানীর চেষ্টা করে। গৃহবধুর ডাকচিৎকারে বাড়ীর অন্যরা এগিয়ে আসলে গৃহবধুকে টেনে হিচরে ঘর থেকে বের করে বাড়ীর লোকজনের সামনে এলোপাথালী পিটিয়ে গুরুত্বর আহত করে ও শ্লিলতাহানী ঘটায়।
পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই বাড়ীর সোমেদ বেপারী জানান, গৃহবধুর ডাকচিৎকারে ঘরের সামনে গিয়ে দেখি মামুন, ফিরোজ, টিপু, অভি, রিয়াজ, আলাল সহ ৮/১০ জন মিলে গৃহবধুকে মারধর ও শারিরীক নির্যাতন চালায়। বাঁধাদিতে গেলে আমাকেও তারা মারতে উদ্বত হয়। তাদের ভয়ে এলাকায় কেহ মুখ খুলতে সাহস পায়না।
খবর পেয়ে ঘটনার দিন রাতেই উজিরপুর মডেল থানার এস.আই স্বপন কুমার, এ.এস আই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতর পরিবার।
Leave a Reply