বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বরিশালে পরিবারের সঙ্গে অভিমান করে রাইয়ান (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরের ব্রাউন কম্পাউন্ডের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাইয়ান বরিশাল জেলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল রাইয়ান। কিন্তু তা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই সুলতান মাহমুদ বলেন, ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দা মো. শাহজাদার ছেলে রাইয়ান। মাদকাসক্তির কারণে পরিবারের সঙ্গে তার বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply